'বিজেপি ক্ষমতায় এলে বাবর-আকবর-হুমায়ুন-শাহজাহান-ঔরঙ্গজেবের নাম লেখা হবে না', হুঙ্কার শুভেন্দুর
গঙ্গাসাগর ফেরত সাধুসন্তদের নিয়ে বাংলাদেশ উপদূতাবাসে ধর্নার হুমকি শুভেন্দুর! জামিন পেলেন মঙ্গলবারের বিক্ষোভকারীরা
রাত পোহালে ‘সিনিয়র সিটিজ়েন’! গ্যালাক্সি ছেড়ে পনবেলের খামারবাড়িতে রয়েছেন সলমন, কেমন আয়োজন?
ইহুদিদের রাস্তায় হেঁটে দিল্লির উপর ভরসা, ১০ লক্ষ ভারতীয়কে মোটা মাইনের চাকরি দেবেন পুতিন?
‘চিকেনস নেক’-এর দিকে তাকালেই মিলবে যোগ্য জবাব! ভারতের পদক্ষেপে চমকে গেল বাংলাদেশ
জয়া নন, রেখার ‘সতিন’ হতে চেয়েছিলেন অন্য এক অভিনেত্রী
ভারতীয় পণ্যকে জিআই তকমা দিতে আইন পরিবর্তনের পথে নিউ জ়িল্যান্ড
ভারতে ইলন মাস্কের ‘স্টারলিঙ্ক’-এর সুবিধা পাবেন মাত্র ২০ লক্ষ গ্রাহক! কবে থেকে? খরচই বা কত? জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
নাম কাটছে ভ্যানিশকুমারেরা’! জ্ঞানেশ, মনোজদের নিশানা মমতার, এআই দিয়ে ভোটার তালিকায় কারচুপিরও আশঙ্কা
Jio-Airtelকে টেক্কা দিতে মাঠে BSNL, ৫০ দিনে ১০০GB ডেটার ধামাকাদার প্ল্যান
মাস্ক-ঝড়ের অপেক্ষায় প্রহর গুনছে শেয়ার বাজার, দেড় লক্ষ কোটি ডলারের আইপিও আনতে পারে মহাকাশ সংস্থা ‘স্পেসএক্স’
কমিশন জবাব দাও’! ফের সিইও দফতরের সামনে উত্তেজনা, পুলিশের, সঙ্গে ধস্তাধস্তি বিএলও-দের একাংশের
নির্বাচনের আগে শান্তি ফিরুক, ভারতের সঙ্গে সম্পর্কে যত দ্রুত সম্ভব উত্তেজনা কমুক’! পুতিনের দূত বার্তা দিলেন বাংলাদেশকে
মহারাষ্ট্রের পুর নির্বাচনে জয়ী বিজেপি নেতৃত্বাধীন ‘মহাজুটি’ জোট, পদ্মশিবিরে উল্লাস
Muhammad Yunus on Bangladesh: ‘ধৈর্য ধরুন’, কেন এ কথা বললেন মহম্মদ ইউনূস?
বিএসএফ জওয়ানকে টেনেহিঁচড়ে বাংলাদেশ নিয়ে গেল গরু পাচারকারীরা! অপহৃতকে উদ্ধারের চেষ্টায় বাহিনী

ভেনেজ়ুয়েলায় ঢুকে মাদুরোকে অপহরণ: আমেরিকার এই ডেল্টা বাহিনী কী? কী কী কাজে এদের ব্যবহার করে পেন্টাগন?

 

image 


 আমেরিকার এই বাহিনী তৈরি হয় ১৯৭৭ সালে। পরিচালিত হয় নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে। ব্রিটিশ সেনার ‘২২তম স্পেশ্যাল এয়ার সার্ভিস রেজিমেন্ট’-এর সঙ্গে এর কর্মপদ্ধতির অনেকটা মিল রয়েছে।



আমেরিকার সেনার এক বিশেষ ইউনিট ডেল্টা বাহিনী। ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করতে এই বাহিনীকেই পাঠিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ৫০ বছর আগে তৈরি হওয়া আমেরিকার এই বিশেষ বাহিনী বিশ্বের বিভিন্ন প্রান্তে গোপনে অভিযান চালিয়েছে। ওসামা বিন লাদেনের খোঁজে আমেরিকার অভিযানেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ডেলটা বাহিনীর। যদিও লাদেনকে হত্যা করেছিল মার্কিন নৌসেনার সিল বাহিনী।



পেন্টাগনের সামরিক শক্তির একটি অন্যতম স্তম্ভ বলা যেতে পারে এই ডেল্টা বাহিনীকে। আমেরিকার এক অভিযান সামরিক শাখা। কাজ করে খুব গোপনে। ডেল্টা বাহিনীর অভিযানের খুব কম তথ্যই প্রকাশ্যে এসেছে। ইরান-ইরাক যুদ্ধের সময়ে ‘অপারেশন প্রাইম চান্স’, ইরাক থেকে বন্দি উদ্ধার, আইএস জঙ্গি আবু বকর আল-বাগদাদির বিরুদ্ধে অভিযান, সোমালিয়ার অপারেশন গথিক সার্পেন্টের মতো কিছু অভিযানে ডেল্টা বাহিনীর জড়িত থাকার কথা শোনা যায়।

আমেরিকার এই বাহিনী তৈরি হয় ১৯৭৭ সালে। পরিচালিত হয় নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে। ব্রিটিশ সেনার ‘২২তম স্পেশ্যাল এয়ার সার্ভিস রেজিমেন্ট’-এর সঙ্গে এর কর্মপদ্ধতির অনেকটা মিল রয়েছে। জানা যায়, মার্কিন সেনার তৎকালীন কর্নেল চার্লস বেকউইথ ব্রিটিশ সেনার এই বাহিনী থেকে অনুপ্রাণিত হন। তাঁর উদ্যোগেই তৈরি হয় আমেরিকার ডেল্টা বাহিনী। এই ইউনিটটি রয়েছে মার্কিন সেনার স্পেশ্যাল অপারেশন্‌স কমান্ডের অধীনে। ডেল্টা বাহিনীর সদস্যেরা জবাবদিহি করেন পেন্টাগনের জয়েন্ট স্পেশ্যাল অপারেশন্‌স কমান্ডকে। আমেরিকার এই বাহিনীর পুরো নাম ‘স্পেশ্যাল ফোর্সেস অপারেশনাল ডিটাচমেন্ট— ডেল্টা’। সংক্ষেপে ‘ডেল্টা’ নামেই অধিক পরিচিত এই বাহিনী।



বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং গোপনীয় সামরিক অভিযানের দায়িত্বে থাকে এই বাহিনী। বিভিন্ন ঝুঁকিপূর্ণ অভিযানে অতীতে বিভিন্ন সময়ে এই ডেল্টা বাহিনীর উপরেই ভরসা রেখেছে পেন্টাগন। বন্দি উদ্ধার, সন্ত্রাসবাদী হামলার ঝুঁকি কমানো বা আড়াল থেকে নজরদারি— এমন বিভিন্ন অভিযানে সিদ্ধহস্ত আমেরিকার এই অভিজাত বাহিনী। স্বল্প দূরত্বে শত্রুকে নিশানা করা থেকে শুরু করে স্নাইপার চালানো, বিস্ফোরকের ব্যবহার, গোপন অনুপ্রবেশের জন্যও এই বাহিনী বিশেষ ভাবে প্রশিক্ষিত। আমেরিকার এই ডেল্টা বাহিনীতে মূলত চারটি স্কোয়াড্রন রয়েছে। প্রতিটি স্কোয়াড্রনে আবার তিনটি করে ভাগ রয়েছে। এই তিনটি দলের মধ্যে একটি দল স্নাইপার এবং তথ্য সরবরাহের দায়িত্বে। বাকি দু’টি দল সরাসরি অভিযানে যুক্ত থাকে।

No comments:

Post a Comment