SIR In West Bengal: গোটা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা, মোট সাত প্রকারের লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে। যেমন, নামের বানান ভুল, মাঝের নামে ভুল, বাবার নামে ভুল সংক্রান্ত সমস্যা।
By : ABP Ananda | Edited By: Goutam Roy | Updated at : 28 Dec 2025 01:40 PM (IST)
কলকাতা: BLO অ্যাপে আনম্যাপড নিয়ে নতুন নির্দেশিকা CEO দফতরের। সেই নির্দেশিকাগুলো হল- BLO অ্যাপে আনম্যাপড হলেই ভোটারকে বাদ নয়, নাম বাদ নিয়ে আপত্তি থাকলে, শুনানির সুযোগ দেওয়া বাধ্যতামূলক, নির্দেশিকা মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। BLO অ্যাপে বহু ভোটারকে আনম্যাপড দেখাচ্ছে। একাধিক জেলা থেকে ভুরি ভুরি অভিযোগ কমিশনে। তথ্যের অসঙ্গতির জন্য এই সমস্যা হতে পারে। আনম্যাপড দেখালেই নাম বাদ দেওয়া আইনসঙ্গত নয়। খসড়া তালিকায় নাম থাকলে আইন অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করতেই হবে। নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের। ভোটারের অধিকার সুরক্ষাই তাদের প্রধান লক্ষ্য। এই বিষয়ে কোনও ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। BLO অ্যাপে আপলোড হওয়া তথ্য যেন খসড়া ভোটার তালিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে। ERO ও AERO-দের কড়া নজরদারির নির্দেশ কমিশনের।
গোটা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা, মোট সাত প্রকারের লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে। যেমন, নামের বানান ভুল, মাঝের নামে ভুল, বাবার নামে ভুল সংক্রান্ত সমস্যা। শুনানি শুরুর আগেই BLO-দের কমিশন নির্দেশ দেয় সামান্য ভুল ত্রুটি গুলি আবেদনকারীদের কাছ থেকে নথি নিয়ে নতুন করে তারা যেন অ্যাপে আপলোড করে। যাতে এই সংক্রান্ত ভুলগুলির জন্য শুনানিতে না যেতে হয়। এর জন্য BLO-দের অ্যাপে নতুন ফিচারও যুক্ত করা হয়। কিন্তু গতকাল শুনানির প্রথম দিন অনেক জায়গাতেই দেখা গিয়েছে এই ধরনের সামান্য ভুলের জন্যও অনেকে শুনানিতে এসেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন করে BLO-দের নির্দেশ দেওয়া হবে যাতে সামান্য ভুলগুলোর জন্য তাদের কাছে গেলেই কাজ হয়ে যায়।তবে বাবা-মা র সঙ্গে সন্তানের এবং দাদু-দিদার সঙ্গে নাতি-নাতনির বয়সের অস্বাভাবিক পার্থক্য, একজনের নামের সঙ্গে ৬ জনের বেশি নামের ম্যাপিং জাতীয় বিষয়গুলিও লজিক্যাল ডিসক্রিপেন্সি। সেগুলির জন্য অনেক ক্ষেত্রেই শুনানিতে ডাকা হচ্ছে নথি যাচাইয়ের জন্য।
এদিকে, SIR-আবহে এবার কেন্দ্রের বিরুদ্ধেই মুখ খুললেন বিজেপি সাংসদ। বিস্ফোরক মন্তব্য বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের। 'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, তারপর প্রমাণ হবে তোমরা কোন দেশ থেকে এসেছ। আমরা কোন দেশি তা কে প্রমাণ করবে, যাদের হাতে খাতাকলম, তারাই তো বাংলাদেশি। ভোটার তালিকায় নাম না উঠলে ফ্রিজ হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। মিলবে না সরকারি কোনও সুবিধে, সিতাইয়ের সভা থেকে মন্তব্য অনন্ত মহারাজের।
No comments:
Post a Comment