'বিজেপি ক্ষমতায় এলে বাবর-আকবর-হুমায়ুন-শাহজাহান-ঔরঙ্গজেবের নাম লেখা হবে না', হুঙ্কার শুভেন্দুর
গঙ্গাসাগর ফেরত সাধুসন্তদের নিয়ে বাংলাদেশ উপদূতাবাসে ধর্নার হুমকি শুভেন্দুর! জামিন পেলেন মঙ্গলবারের বিক্ষোভকারীরা
রাত পোহালে ‘সিনিয়র সিটিজ়েন’! গ্যালাক্সি ছেড়ে পনবেলের খামারবাড়িতে রয়েছেন সলমন, কেমন আয়োজন?
ইহুদিদের রাস্তায় হেঁটে দিল্লির উপর ভরসা, ১০ লক্ষ ভারতীয়কে মোটা মাইনের চাকরি দেবেন পুতিন?
‘চিকেনস নেক’-এর দিকে তাকালেই মিলবে যোগ্য জবাব! ভারতের পদক্ষেপে চমকে গেল বাংলাদেশ
জয়া নন, রেখার ‘সতিন’ হতে চেয়েছিলেন অন্য এক অভিনেত্রী
ভারতীয় পণ্যকে জিআই তকমা দিতে আইন পরিবর্তনের পথে নিউ জ়িল্যান্ড
ভারতে ইলন মাস্কের ‘স্টারলিঙ্ক’-এর সুবিধা পাবেন মাত্র ২০ লক্ষ গ্রাহক! কবে থেকে? খরচই বা কত? জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
নাম কাটছে ভ্যানিশকুমারেরা’! জ্ঞানেশ, মনোজদের নিশানা মমতার, এআই দিয়ে ভোটার তালিকায় কারচুপিরও আশঙ্কা
Jio-Airtelকে টেক্কা দিতে মাঠে BSNL, ৫০ দিনে ১০০GB ডেটার ধামাকাদার প্ল্যান
মাস্ক-ঝড়ের অপেক্ষায় প্রহর গুনছে শেয়ার বাজার, দেড় লক্ষ কোটি ডলারের আইপিও আনতে পারে মহাকাশ সংস্থা ‘স্পেসএক্স’
কমিশন জবাব দাও’! ফের সিইও দফতরের সামনে উত্তেজনা, পুলিশের, সঙ্গে ধস্তাধস্তি বিএলও-দের একাংশের
নির্বাচনের আগে শান্তি ফিরুক, ভারতের সঙ্গে সম্পর্কে যত দ্রুত সম্ভব উত্তেজনা কমুক’! পুতিনের দূত বার্তা দিলেন বাংলাদেশকে
মহারাষ্ট্রের পুর নির্বাচনে জয়ী বিজেপি নেতৃত্বাধীন ‘মহাজুটি’ জোট, পদ্মশিবিরে উল্লাস
Muhammad Yunus on Bangladesh: ‘ধৈর্য ধরুন’, কেন এ কথা বললেন মহম্মদ ইউনূস?
বিএসএফ জওয়ানকে টেনেহিঁচড়ে বাংলাদেশ নিয়ে গেল গরু পাচারকারীরা! অপহৃতকে উদ্ধারের চেষ্টায় বাহিনী

বছর শেষ, কবে DA মামলার রায়দান করবে সুপ্রিম কোর্ট? মলয় মুখোপাধ্যায় বললেন, জানুয়ারি মাসের…

image

 


বহু প্রতীক্ষিত ডিএ (Dearness Allowance) মামলার রায়দান হল না ডিসেম্বরেও। কবে রায় দেবে সুপ্রিম কোর্ট (Supreme Court)? আপাতত সকল রাজ্য সরকারের কর্মচারী ও অবসরপ্রাপ্তদের নজর সেদিকে। বর্তমানে সুপ্রিম কোর্টে শীতকালীন ছুটি চলছে। আগামী ৫ জানুয়ারি, ২০২৬ সুপ্রিম কোর্ট খুলবে। নতুন বছরের শুরুতেই কি আদালত রায় দেবে? সম্ভাব্য সময় কবে? আপডেট রইল।


ডিএ মামলার রায় নিয়ে চৰ্চা | Dearness Allowance

সম্প্রতি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেন, “কর্মচারী সমাজ দেখেছে, আমরা কিভাবে আইনি লড়াই লড়েছি। আমরা সবসময় চেষ্টা করছি ডিএ মামলার রায় বেরোবে। ”

গত ৮ সেপ্টেম্বর ডিএ মামলার চূড়ান্ত শুনানি সমাপ্ত হয় সুপ্রিম কোর্টে। তারপর বেশ কিছুটা সময় পেরিয়ে গিয়েছে। তিনমাস অতিক্রান্ত। ইতিমধ্যেই সর্বোচ্চ আদালতে শীতকালীন ছুটি শুরু হয়েছে। ৫ জানুয়ারি আদালত খুলবে। সেই সময় ডিএ মামলার রায়দান হবে কি?

আর পড়ুন ,: বকেয়া ২৫% ডিএ মমালার নয়া মোড়, ১৪ জুলাইয়ের আশায় বসে রাজ্যের সরকারি কর্মীরা

মলয়বাবু বলেন, “জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যখন সুপ্রিম কোর্ট খুলবে সেই সপ্তাহে রায় আসতে পারে আবার পরবর্তীকালেও দিতে পারে। আমরা অনুমান করছি রায়টা হয়তো এখনও সম্পূর্ণভাবে লেখা হয়নি। শীতকালীন ছুটির মধ্যে রায় লেখা হতে পারে। জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে রায় প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে।” মলয়বাবু আরও বলেন, “আমরা জানি না সর্বোচ্চ আদালত ঠিক কোনদিন রায় দেবে। রায় কবে ঘোষণা হবে তা আমরা জানতে পারব মাত্র এক থেকে দু’দিন আগে।”


এদিকে ‘কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়’-এর আরেক শীর্ষ নেতা শ্যামল মিত্র বিস্ময় প্রকাশ করে বলেন, ‘শীর্ষ আদালতের তরফে যে দ্রুততার সঙ্গে শুনানি করা হয়েছে, যে ভাবে বিচারপতিরা একের পর এক প্রশ্ন তুলেছেন রাজ্য সরকারের মনোভাবকে কাঠগড়ায় তুলেছিলেন, তার পরে এতদিন কেন ডিএ মামলার রায়দান হলো না, তা নিয়ে আমরা বিস্মিত৷”

তিনি বলেন, “আসলে আমরা সবাই আদালতের নির্দেশের জন্যই অপেক্ষা করছি।’ এবার জানুয়ারি মাসে এই মামলায় রায়দান হয় কি না সেদিকে তাকিয়ে রয়েছেন মামলাকারী থেকে কর্মচারীমহল। উল্লেখ্য, বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চে শুনানি শেষ হয়েছে গত ৮ সেপ্টেম্বর। শুনানির পরে রায়দান রিজ়ার্ভ রয়েছে। এই বিশেষ বেঞ্চই মামলার রায়দান করবে।

No comments:

Post a Comment