ইডির আইপ্যাক অভিযান নিয়ে মন্তব্য এড়িয়ে গেলেন অভিষেক, মালদহে নির্বাচনী ভাষণে বিজেপির সঙ্গে নিশানা করলেন কংগ্রেসকে
'৪ দেশের সঙ্গে বন্ধুত্ব নয়', ভেনেজুয়েলার উদ্দেশে ফরমান আমেরিকার, তালিকায় ভারতের মিত্রও
ভেনেজুয়েলাকে বন্ধুও বেছে দেবে আমেরিকা!

Published By: Amit Kumar Das
Posted: 09:51 AM Jan 07, 2026Updated: 10:38 AM Jan 07, 2026
কে বন্ধু, আর কে শত্রু সেটাও ঠিক করে দেবে আমেরিকা! ভেনেজুয়েলা অধিকারের পর সেখানকার বৈদেশিক সম্পর্কের যাবতীয় সমীকরণ এখন থেকে ঠিক করবে ট্রাম্প প্রশাসন। এবার সেই ফরমানই জারি করা হল আমেরিকার তরফে। ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, ৪ দেশের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না তারা। যেগুলি হল, চিন, রাশিয়া, ইরান ও কিউবা। অর্থাৎ আমেরিকা শত্রু এখন থেকে ভেনেজুয়েলারও শত্রু।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ভেনেজুয়েলার তেলে শুধুমাত্র আমেরিকার অধিকার থাকবে। সেখানকার তেল বিক্রি করতে হবে ওয়াশিংটনকে। অতীতে যাদের সঙ্গে ভেনেজুয়েলার মিত্রতা এবং তৈল বাণিজ্যের সম্পর্ক ছিল, সেই সব সম্পর্ক ছিন্ন করতে হবে। আমেরিকার বেছে দেওয়া সেই ৪ দেশের তালিকায় রয়েছে, চিন, রাশিয়া, ইরান ও কিউবা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসি-এর রিপোর্ট অনুযায়ী, ভেনেজুয়েলাকে অধিক পরিমাণ তেল উৎপাদনের অনুমতি তখনই আমেরিকা দেবে যখন তারা এই দেশগুলির সঙ্গে সম্পর্ক শেষ করবে। তবে এবিসি-র এহেন রিপোর্ট সামনে আসার পরও হোয়াইট হাউসের তরফে কোনও উচ্চবাচ্য করা হয়নি।
উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে চিন ও রাশিয়ার ঘনিষ্ঠ বন্ধু ভেনেজুয়েলা। শুধু তাই নয়, ভেনেজুয়েলার উৎপাদন করা তেলের ৭০ শতাংশ বিক্রি করা হত চিনকে। পাশাপাশি এই চার দেশের সঙ্গে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সমঝোতা ছিল ভেনেজুয়েলার। চিন ও রাশিয়ার বিপুল বিনিয়োগও রয়েছে এই দেশে। এই অবস্থায় প্রিয় বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভাঙার অর্থ ভেনেজুয়েলার বিদেশনীতির উলটপুরান। যা ভেনেজুয়েলার জন্য সমূহ ক্ষতির বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলের ভাণ্ডার ভেনেজুয়েলা। সেখানে মজুত রয়েছে ৩০ হাজার কোটি ব্যারেল তেল। বিশেষজ্ঞদের দাবি, শুরু থেকেই এই তেলের ভাণ্ডারে নজর ছিল আমেরিকার। তবে সে পথে প্রধান বাধা ছিলেন নিকোলাস মাদুরো। মাদক পাচারের ধুয়ো তুলে তাঁকে সরাতেই ভেনেজুয়েলায় অভিযান চালায় আমেরিকা। উদ্দেশ্য সফল হওয়ার পর এখন আমেরিকার লক্ষ্য সেখানে ‘পুতুল সরকার’ বসিয়ে ভেনেজুয়েলার খনিজ সম্পদ লুট। ইতিমধ্যেই ট্রাম্প জানিয়েছেন, ‘ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার আমেরিকাকে ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল উচ্চমানের অনুমোদিত তেল সরবরাহ করবে। এই তেল বিক্রি করা হবে বাজার মূল্যে। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে এই তেল বিক্রির অর্থ থাকবে আমার নিয়ন্ত্রণে। এই অর্থ ব্যবহার করা হবে ভেনেজুয়েলা ও আমেরিকার জনগণের উন্নতির লক্ষ্যে।’
উত্তরপ্রদেশে এসআইআরের প্রথম পর্বেই বাদ ২.৮৯ কোটি ভোটার! পশ্চিমবঙ্গের তুলনায় প্রায় পাঁচ গুণ নাম ছাঁটাই হল
২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় উত্তরপ্রদেশে ভোটার তালিকায় ১৫ কোটি ৪৪ লক্ষ নাম ছিল। এনুমারেশন-পর্ব শেষে প্রকাশিত খসড়া তালিকায় ঠাঁই পেয়েছে ১২ কোটি ৫৫ লক্ষ ভোটারের নাম।

আপাতত বাদ পড়া ভোটারের তালিকা— পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ।
তিন দফায় সময়সীমা বাড়ানোর পরে অবশেষে উত্তরপ্রদেশে এসআইআর-পর্বের প্রথম ধাপের শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হল। এনুমারেশন ফর্ম জমা ও যাচাই পর্বের পরে যোগী আদিত্যনাথেকর রাজ্যে খসড়া তালিকায় নাম বাদ গিয়েছে প্রায় ২ কোটি ৮৯ লক্ষ ভোটারের নাম। অর্থাৎ, পশ্চিমবঙ্গের প্রায় পাঁচ গুণ!
২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় ভোটার তালিকায় উত্তরপ্রদেশে ভোটার তালিকায় ১৫ কোটি ৪৪ লক্ষ ভোটারের নাম ছিল। এনুমারেশন-পর্ব শেষে প্রকাশিত খসড়া তালিকায় ঠাঁই পেয়েছে ১২ কোটি ৫৫ লক্ষ ভোটারের নাম। অর্থাৎ, বাদ পড়েছে ২ কোটি ৮৯ লক্ষ। যা কিনা দেশের বৃহত্তম রাজ্যটির মোট ভোটারের তুলনায় ১৮.৭০ শতাংশ।
উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক রভনীত রিনওয়া জানিয়েছেন, যাঁদের নাম বাদ পড়েছে তাঁদের মধ্যে ৪৬ লক্ষ ২৩ হাজার মৃত ভোটার রয়েছেন। এ ছাড়া, দু’জায়গায় নাম রয়েছে এমন ভোটার (ডুপ্লিকেট) ২৫ লক্ষ ৪৭ হাজার, স্থানান্তরিত ও অনুপস্থিত ভোটার ২ কোটি ১৭ লক্ষ। এঁদের নামও খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি, খসড়া তালিকায় নাম রয়েছে এমন ১ কোটি ৪০ লক্ষ ভোটারকে নথি দেখানোর জন্য শুনানিপর্বে হাজির হতে নোটিস পাঠানো হচ্ছে। ৬ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
পরিসংখ্যান বলছে, পশ্চিমবঙ্গে খসড়া তালিকায় ৭.৬ শতাংশ ভোটার বাদ পড়েছিল। অঙ্কের হিসাবে ৫৮ লক্ষ ২০ হাজারের সামান্য বেশি। বিজেপির একটি সূত্রের খবর, বিপুল সংখ্যক ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়তে পারে আঁচ পেয়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগেই ঘনিষ্ঠমহলে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর আশঙ্কা ২০২৭ সালের বিধানসভা ভোটে তাঁকে হারাতে সচেষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ এক প্রভাবশালী কেন্দ্রীয় মন্ত্রী। ঘটনাচক্রে, সোমবার দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন আদিত্যনাথ। তিনি দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নড্ডার সঙ্গেও।
Bangladesh Indiat trade:ভারত নিয়ে ফুঁসে বিদ্বেষ জাহির করলেও, এদেশ থেকে বিপুল জ্বালানি তেল কিনতে হচ্ছে বাংলাদেশকে,খরচ কত?
ভারতের বিরুদ্ধে সুর চড়া করে ক্রিকেট নিয়ে মুখ বেঁকালেও, বাংলাদেশকে জ্বালানি তেল কিনতে হচ্ছে সেই ভারতের থেকেই!
মহম্মদ ইউনুসমুস্তাফিজুর ইস্যুতে সদ্য বাংলাদেশ একের পর এক পদক্ষেপ নিয়েছে। প্রথমে তারা জানিয়েছে, তারা ভারতে টি২০ বিশ্বকাপ খেলতে আসবে না, এরপর তারা আইপিএলর সম্প্রচার বন্ধ করেছে সেদেশে। এই প্রথম নয়। হাসিনা-হীন বাংলাদেশে এর আগেও ভারত বিরোধিতার নানান দৃশ্য দেখা গিয়েছে। সদ্য ওসমান হাদির মৃত্যুর খবর বাংলাদেশ পৌঁছতেই, সেই রাতে বাংলাদেশ নানান প্রান্তে ভারত বিরোধী সুর শোনা যায়। তার আগেও বহু সময় ভার বিরোধিতা, ভারতীয় পণ্য বয়কটের ডাক বাংলাদেশের কিছু মহল থেকে উঠে আসে। এরই মাঝে বাংলাদেশের ইউনুস সরকার ভারত থেকে জ্বালানি তেল কিনতে চলেছে। দুই দেশের বাণিজ্যিক আঙিনা থেকে এমনই খবর উঠে আসছে।
ভারত থেকে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টনের জ্বালানি তেল কিনতে চলেছে বাংলাদেশ। এই সিদ্ধান্ত নিয়েছে মহম্মদ ইউনুসের সরকার। এই ইউনুস সরকারের আমলে এবার ভারত থেকে ১ হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকা (বাংলাদেশি মুদ্রায়) খরচ করে জ্বালানি ডিজেল কিনবে বাংলাদেশ। ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) এর কাছ থেকে এই বিপুল পরিমাণ তেল কিনবে ঢাকা। এই বিপুল পরিমাণ অর্থের ব্যবস্থা করছে বাংলাদেশের বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) বাজেট ও ব্যাংক। এর আগে, এই জ্বালানি তেল কেনার বিষয়ে প্রস্তাব দেওয়া হয় উপদেষ্টা পরিষদের কমিটির কাছে। সেই কমিটি প্রস্তাবে অনুমোদন করে। প্রস্তাব দেয় বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়কালে বাংলাদেশ এই জ্বালানি আমদানি ভারত থেকে।
উল্লেখ্য, মুস্তাফিজুরকে ঘিরে যখন ভারতের বিরুদ্ধে ক্রমাগত সুর চড়া করছে বাংলাদেশ, তখন জ্বালানি কিনতে সেই ভারতেরই দ্বারস্থ হয়েছে মহম্মদ ইউনুস সরকারের ঢাকা। এই নিয়ে বাংলাদেশের সাংবাদিকদের তরফেও প্রশাসনের কাছে যায় প্রশ্ন। বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, নুমালীগড় থেকে ডিজেল আনার এই চুক্তি ১৫ বছরের। এই চুক্তি আগে হয়েছে, তাদের সরকার করেনি। সেই চুক্তির অধীনেই এই জ্বালানি নেওয়া হচ্ছে। ভারত ছাড়াও চিন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, আরব আমিরাত থেকে জিটুজি মেয়াদি চুক্তির ভিত্তিতে জ্বালানি তেল কিনছে বাংলাদেশ।
পুতিনের বাসভবনে ড্রোন হামলা হয়েছে, দাবি রাশিয়ার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। সোমবার এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন। তবে কিয়েভ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
লাভরভ বলেন, রাশিয়ার নভগোরোদ অঞ্চলে এ হামলা চালানো হয়েছে। এই হামলার ফলে ইউক্রেন যুদ্ধ বন্ধে চলমান শান্তি আলোচনায় রাশিয়ার অবস্থান পুনর্বিবেচনা করা হবে। হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি উল্লেখ করে তিনি বলেন, এই হামলার জবাবে রুশ বাহিনী পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে।
লাভরভ এ-ও বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে চলমান আলোচনা থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছা রাশিয়ার নেই। নভগোরোদে ওই হামলার সময় রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ৯১টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেন তিনি। তবে সে সময় পুতিন নভগোরোদে ছিলেন কি না, সে বিষয়ে কিছু বলেননি লাভরভ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ড্রোন হামলায় তাঁর দেশের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি একে রাশিয়ার ‘মনগড়া’ বক্তব্য বলে দাবি করেছেন। জেলেনস্কি বলেন, ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের একদিন পর রাশিয়া এমন দাবি করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জেলেনস্কি লেখেন, ‘রাশিয়া আবারও একই কাজ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে আমাদের যৌথ কূটনৈতিক প্রচেষ্টার সব অর্জনকে নিচু করে দেখাতে বিপজ্জনক বক্তব্য দিচ্ছে। আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি, যাতে আরও দ্রুত শান্তি ফেরানো যায়।’
এদিকে সোমবার সকালে হোয়াইট হাউস জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের একটি ‘ইতিবাচক ফোনালাপ’ হয়েছে। তবে দুই নেতার ফোনালাপে কী নিয়ে কথা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
ভেনেজ়ুয়েলায় ঢুকে মাদুরোকে অপহরণ: আমেরিকার এই ডেল্টা বাহিনী কী? কী কী কাজে এদের ব্যবহার করে পেন্টাগন?
আমেরিকার এই বাহিনী তৈরি হয় ১৯৭৭ সালে। পরিচালিত হয় নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে। ব্রিটিশ সেনার ‘২২তম স্পেশ্যাল এয়ার সার্ভিস রেজিমেন্ট’-এর সঙ্গে এর কর্মপদ্ধতির অনেকটা মিল রয়েছে।
ভারতেই আয়োজিত হবে...', মোদির সুরে দেশের জন্য লক্ষ্য বেঁধে দিলেন জয় শাহ
আর কী নিয়ে কথা বললেন আইসিসি চেয়ারম্যান?

মুস্তাফিজুর রহমান বিতর্কে উত্তাল ক্রিকেট দুনিয়া। বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশি পেসারকে দল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। পালটা ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসবে না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ বোর্ড। সেই বিষয়ে এখনও কিছু জানায়নি আইসিসি। তবে জয় শাহ ভারতের জন্য অন্য লক্ষ্য বেঁধে দিলেন। সেটা অবশ্য ক্রিকেট নিয়ে নয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরে সুর মিলিয়ে কী বললেন আইসিসি চেয়ারম্যান?
রবিবার মোদি বলেন, "২০৩০-র কমনওয়েলথ গেমস ভারতের মাটিতে হবে। এর পাশাপাশি আমরা ২০৩৬-র অলিম্পিক আয়োজনের জন্য জোরদার চেষ্টা করছি। তার আগে দেশের প্লেয়ারদের আরও বেশি করে খেলার সুযোগ দেওয়ার চেষ্টা চলছে।" অবশ্য মোদির বক্তব্যের আগেই শনিবার গুজরাটের একটি অনুষ্ঠানে জয় শাহ ভারতে অলিম্পিক আয়োজন নিয়ে কথা বলেন। তিনি বলেন, "প্রধানমন্ত্রীর চেষ্টায় ২০৩০-র কমনওয়েলথ গেমস ভারতে হবে। কিন্তু আমাদের সেখানে থামলে হবে না। ২০৩৬-র অলিম্পিকও আমাদের আয়োজন করতে হবে।"
এর সঙ্গে তিনি নতুন লক্ষ্যমাত্রাও বেঁধে দিচ্ছেন। জয় শাহ বলেন, "২০২৪-র অলিম্পিকে আমরা আটটা মেডেল পেয়েছিলাম। কিন্তু ২০৩৬-এ আটটা মেডেলে চলবে না। আমাদের অন্তত ১০০টা মেডেল জিততে হবে। তার মধ্যে ১০টা গুজরাট থেকে আসবে। এই নিয়ে আমি আত্মবিশ্বাসী। ২০২৪-র টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমি বলেছিলাম, এবার আমরা জিতবই। সেটা হয়েছে।" তবে সাম্প্রতিক বিষয়, এমনকী ক্রিকেট নিয়েও আর কিছু বলেননি তিনি।
উল্লেখ্য, ওপার বাংলায় মৌলবাদীদের আগ্রাসন আর ধর্মের নামে হানাহানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘুরা। জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে দীপু দাসকে। বাংলাদেশে হিন্দুহত্যার প্রতিবাদে শামিল ভারত। ওপার বাংলার ঘটনাপ্রবাহের আঁচ পড়েছে এদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যেও। এ বছর রেকর্ড ৯.২ কোটি টাকায় বাংলাদেশের অন্যতম সেরা পেসারকে দলে নিয়েছিল নাইটরা। কিন্তু মুস্তাফিজুরকে খেলানোয় প্রবল আপত্তি ওঠে। পরে বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায় কেকেআর। এবার পালটা চালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আপত্তি জানিয়েছে বাংলাদেশ। এবার দেখা যাক গোটা বিষয়টা নিয়ে আইসিসি ও বিসিসিআই কী পদক্ষেপ নেয়।
রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে রিপোর্ট জমা দিলেন রাজ্যপাল বোস! এসআইআরের পাশাপাশি উল্লেখ বাংলাদেশের কথাও
রাজ্যে এসআইআর শুরু হওয়ার পরে পশ্চিমবঙ্গে বসবাসকারী বহু বাংলাদেশি সীমান্তপথ দিয়ে সে দেশে ফিরে গিয়েছেন। ওই সময়ে রাজ্যপাল বোসও সীমান্তবর্তী এলাকায় যান।

পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদত দেওয়া ‘বদ প্রতিবেশী’ বলে তোপ জয়শঙ্করের! বার্তা দিলেন বাংলাদেশকেও, কী কী বললেন
বৃহস্পতিবার পাকিস্তানের তরফে হুঁশিয়ারির সুরে বলা হয়েছিল, সিন্ধু জলবণ্টন চুক্তি ভেঙে ভারত পশ্চিমমুখী নদীগুলির জলের উপর দখলদারি কায়েম করতে চাইলে, কোনও অবস্থাতেই তা বরদাস্ত করা হবে না। শুক্রবার তার জবাব দিয়েছেন জয়শঙ্কর।

রুপির ধাক্কা সামলাতে ৩১.৯৮ বিলিয়ন ডলার বিক্রি করল RBI!
সৌভিক মুখার্জী, কলকাতা: রুপির অস্থিরতা নিয়ন্ত্রণ করতে এবার বিরাট পদক্ষেপ নিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। সরকারের দেওয়া একটি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর, এই দশ মাসে আরবিআই মোট ৩১.৯৮ বিলিয়ন মার্কিন ডলার বিক্রি করেছে (RBI Dollar Sell)। আর সবথেকে বড় ব্যাপার, গত বছর একই সময়ে রিজার্ভ ব্যাঙ্ক ২৩.০৩ বিলিয়ন ডলার কিনেছিল। সেখানে ২০২৫ সালে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল।
কেন এত ডলার বিক্রি?
আসলে বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপের পিছনে মূল উদ্দেশ্য ছিল শক্তিশালী মার্কিন ডলারের চাপ কমানো, বৈশ্বিক পুঁজির দিকে পরিবর্তনের প্রভাব কমানো এবং সুদের হারকে ঘিরে আন্তর্জাতিক অনিশ্চয়তা মোকাবিলা করা। রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্টভাবে জানিয়েছে, তারা কোনও নির্দিষ্ট বিনিময়ের হার রক্ষা করবে না, বরং বাজারের ওঠানামা ঠেকাতেই হস্তক্ষেপ করবে।
এদিকে আরবিআই এর সক্রিয় পদক্ষেপ সত্ত্বেও ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর মাসের মধ্যে রুপির মূল্য ৩.৩ শতাংশ তলানিতে ঠেকেছে, যার তুলনায় ২০২৪ সালে একই সময়ে রুপির পতন ছিল মাত্র ২.২ শতাংশ। আর এতে স্পষ্টত উঠে আসছে যে, বাইরের চাপ এখনও পর্যন্ত ভারতীয় মুদ্রার উপর প্রভাব ফেলছে।
আরবিআই-র দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ১০ মাসে মোট ২০৭.৯৬ বিলিয়ন মার্কিন ডলার মার্কেটে বিক্রি করা হয়েছে। আর ২০২৪ সালের একই সময়ে সেই অংক পৌঁছেছিল ১১৪.৫ বিলিয়ন ডলার। অর্থাৎ, মোটামুটি ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গড় হিসাব অনুযায়ী, ২০২৫ সালের প্রতি মাসে প্রায় ২১ বিলিয়ন মার্কিন ডলার বিক্রি করেছে রিজার্ভ ব্যাঙ্ক। যেখানে ২০২৪ সালে তা ছিল ১৫.৪৫ বিলিয়ন ডলার। এ বিষয়ে ব্যাঙ্ক অফ বরোদার মুখ্য অর্থনীতিবিদ বলেছেন, ২০২৫ সাল অত্যন্ত অস্থির ছিল। তাই আরবিআই এর হস্তক্ষেপ করা স্বাভাবিক। সেই কারণেই এবার ডলার বিক্রি করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ব্যাঙ্ক।
রোহিঙ্গা প্রশ্ন তৃণমূলের
বুধবার দিল্লির নির্বাচন সদনে বেলা সাড়ে ১২টা থেকে প্রায় ৩টে পর্যন্ত তৃণমূল ও কমিশনের এই বৈঠক শেষে বেরিয়ে অভিষেকের দাবি, বৈঠকের মধ্যে নাকি আঙুল উঁচিয়ে কথা বলেছেন জ্ঞানেশ কুমার।
নিজস্ব সংবাদদাতা

সভা শেষ করে সোনালির সঙ্গে দেখা করতে পারেন অভিষেক
দীর্ঘ আইনি লড়াই শেষে প্রায় ছয় মাসেরও বেশি সময় পর বাংলাদেশে আটকে থাকা সোনালি বিবি ও তাঁর নাবালক ছেলেকে ভারতে ফেরানো হয়েছে। সোনালি সহ দুই পরিবারের ছয় সদস্যকে পুশব্যাক করা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

বলরাম দত্তবণিক, রামপুরহাট: দীর্ঘ আইনি লড়াই শেষে প্রায় ছয় মাসেরও বেশি সময় পর বাংলাদেশে আটকে থাকা সোনালি বিবি ও তাঁর নাবালক ছেলেকে ভারতে ফেরানো হয়েছে। সোনালি সহ দুই পরিবারের ছয় সদস্যকে পুশব্যাক করা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ জানুয়ারি রামপুরহাটের বিনোদপুর মাঠে জনসভা করতে আসছেন অভিষেক। ওইদিনই সোনালির সন্তান প্রসবের দিন। তার আগের দিন সোনালিকে রামপুরহাট মেডিকেলে ভর্তি করবেন পরিবারের সদস্যরা। এমনটাই জানা গিয়েছে পরিবার। তৃণমূল সূত্রের খবর, ওইদিন সভা শেষে মেডিকেলে গিয়ে সোনালির সঙ্গে দেখা করতে পারেন দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক। এ কথা জানার পর আপ্লুত সোনালি। ফোনে তিনি বলেন, ‘আমার সৌভাগ্য। অভিষেকবাবু এলে আমার স্বামী সহ অন্যান্যদের বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার আবেদন রাখব।’
বুধবার তারাপীঠে টিআরডিএ অফিসে অভিষেকের সফর ঘিরে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক হয়। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আধিকারিক, জেলা পুলিশ সুপার, টিআরডিএর চেয়ারম্যান তথা তৃণমূলের জেলা চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান সুকুমার মুখোপাধ্যায়, লাইন ডিপার্টমেন্টের আধিকারিক ও মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা গিয়েছে, ওইদিন হেলিকপ্টারে আসবেন অভিষেক। দুপুর ১২ টার পর তারাপীঠের চিলা মাঠে নামবেন তিনি। সেখান থেকে সোজা যাবেন তারাপীঠ মন্দিরে। নতুন বছরে রাজ্যবাসীর মঙ্গল কামনায় পুজো দেবেন। তারপর ফের হেলিকপ্টারে চড়ে বিনোদপুর গ্রাম সংলগ্ন সভাস্থলে আসবেন। ইতিমধ্যেই চিলামাঠ ও সভাস্থলের মাঠে অস্থায়ী হেলিপ্যাড তৈরির প্রস্তুতি চলছে। সেই মাঠ ও মন্দির ঘুরে দেখেন পুলিশ ও অভিষেকের নিরাপত্তা আধিকারিকরা। ওইদিন তৃণমূলের শীর্ষ নেতাকে দেখতে মন্দিরে ব্যাপক ভিড় হতে পারে। সেই ভিড়কে কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, কোনদিক দিয়ে অভিষেক মন্দিরে ঢুকবেন, সেই সব খতিয়ে দেখেন তাঁরা। আশিসবাবু বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাপীঠ মন্দিরে পুজো দেবেন। সেই নিয়ে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক হয়েছে। মন্দিরে পুজোর নোডাল অফিসার করা হয়েছে সুকুমার মুখোপাধ্যায়কে।
লোকসভার ভোটের সময় তারাপীঠ মন্দিরে এসেছিলেন অভিষেক। এবারও তাঁকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে তারাপীঠ মন্দির কমিটি। তারাময় মুখোপাধ্যায় বলেন, ‘তৃণমূলের হাত ধরে তারাপীঠের ভোল পাল্টে গিয়েছে। মন্দির চত্বর থেকে ডাবল লেনের রাস্তা, পথবাতি, দ্বারকা নদের পাড়ের সৌন্দর্যায়ান, বিশ্ববাংলার ঘাট সহ নানা উন্নয়নমূলক কাজ তারাপীঠকে আন্তজার্তিক মানের তীর্থক্ষেত্রে পরিণত করেছে। পর্যটকদের আনাগোনায় এলাকার অর্থনৈতিক উন্নতি ঘটেছে। ওইদিন অভিষেকবাবুকে উত্তরীয়, শাল, পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি দেবীর প্রতিকৃতি তুলে দেওয়া হবে।’ তৃণমূল সূত্রের খবর, ওইদিন জনসভা থেকে দলীয় নেতা-কর্মীদের নির্বাচনী যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিতে পারেন অভিষেক। বিজেপিকে আক্রমণ করার সুরও বেঁধে দিতে পারেন। পাশাপাশি, তিনি সবচেয়ে বেশি সরব হতে পারেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের বিরুদ্ধে। জেলা পুলিশ সুপার আমনদীপ বলেন, ‘এদিন সেফটি সিকিউরিটি নিয়ে মিটিং হয়েছে। তবে, সোনালি বিবির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করবেন কি না, তা নিয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি।’ (ফাইল চিত্র

